Site icon Jamuna Television

চীনা পররাষ্ট্রমন্ত্রী কি নিখোঁজ!

প্রায় তিন সপ্তাহের বেশি সময় ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে। তার অনুপস্থিতি নিয়ে নানা জল্পনাকল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। খবর ডয়েচে ভেলের।

গত ২৫ জুনের পর থেকে ঊর্ধ্বতন এই চীনা কূটনীতিককে জনসমক্ষে আর দেখা যায়নি। এমনকি আসিয়ান সম্মেলনেও উপস্থিত থাকতে পারেননি তিনি। গণমাধ্যমে তার শেষ উপস্থিতি ছিল রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকোর সাথে বৈঠক এবং ব্রিফিংয়ে। যিনি রাশিয়ায় ওয়াগনারের বিদ্রোহের পরে চীনা কর্মকর্তাদের সাথে দেখা করতে বেইজিং সফর করেন।

তবে মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিন গ্যাং অসুস্থ। যদিও অনেকেই মনে করছেন, কিন গ্যাংয়ের জনসমক্ষে না আসার আসল কারণ গোপন করছে জিনপিং প্রশাসন।

এসজেড/

Exit mobile version