Site icon Jamuna Television

ইসলামের জন্য ক্যারিয়ার ছেড়ে দিলেন পাকিস্তানের নারী ক্রিকেটার

ছবি: পাকিস্তানের নারী ক্রিকেটার আয়েশা নাসিম

নিজের বাকি জীবন ইসলাম মেনে কাটাতে ক্যারিয়ার ছেড়ে দিলেন পাকিস্তানের নারী ক্রিকেটার আয়েশা নাসিম। তিনি পাকিস্তানের হয়ে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। খবর ইন্ডিয়া ট্যুডের।

বৃহস্পতিবার (২০ জুলাই) পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আয়েশা। তার ক্যারিয়ারের সেরা সময়ে দাঁড়িয়ে অবসর নেয়ার মতো সিদ্ধান্ত অবাক করে দিয়েছে গোটা বিশ্বকে। আয়েশা পাক ক্রিকেট বোর্ডকে বলেন, আমি ক্রিকেট খেলা ছেড়ে দিচ্ছি। ইসলাম ধর্ম মেনে বাকি জীবন কাটাতে চাই।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আয়েশার। ৩০টি টি-টোয়েন্টি এবং চারটি এক দিনের ম্যাচ খেলেছিলেন তিনি। টি-টোয়েন্টিতে করেছেন ৩৬৯ রান এবং এক দিনের ক্রিকেটে ৩৩ রান। এই বছরের শুরুতে শেষ বার খেলেছিলেন আয়েশা।

আয়েশার এমন হঠাৎ অবসরের সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেটের সকলেই অবাক হয়ে গিয়েছেন। কিন্তু সেই সব ছেড়ে আয়েশা বেছে নিলেন ইসলাম ধর্মকে।

এটিএম/

Exit mobile version