Site icon Jamuna Television

কার্যালয়ে প্রবেশের চেষ্টা, গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ‘ধস্তাধস্তি’

গণঅধিকার পরিষদের তালাবদ্ধ কার্যালয়ে প্রবেশের চেষ্টার সময় দলটির নেতাকর্মীরা পুলিশের বাঁধার মুখে পড়েছেন। তাদের দাবি, পুলিশ এ সময় লাঠিচার্জ করেছে। আর পুলিশ বলছে, পরিষদের কর্মীদের সঙ্গে পুলিশের ‘ধস্তাধস্তি’ হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় নয়া পল্টনের জামান টাওয়ারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেন, সন্ধ্যায় তাদের সরিয়ে দিতে আসে পুলিশ। এ সময় পুলিশ তাদের ওপরে লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জেই নুরুল হক নুর ও এক নারী কর্মী আহত হয়েছেন। পুলিশ নেতাদের বের করে দিয়ে কার্যালয়ে আবারও তালা ঝুলিয়ে দিয়েছে।

গণঅধিকার পরিষদের দুই পক্ষের মধ্যে বিবাদ চলছে। এ নিয়ে ভবনের মালিক মিয়া মশিউজ্জামান দলটির কার্যালায়ের প্রধান ফটকে নতুন কলাপসিবল গেট লাগিয়ে তালা ঝুলিয়ে দেন। ওই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করার চেষ্টা করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে বাধা দিলে সংঘর্ষ বাঁধে।

এটিএম/

Exit mobile version