Site icon Jamuna Television

আন্দোলনে মুখর ইসরায়েল, আটক ১৫

বিচার বিভাগীয় সংস্কারের প্রতিবাদে মুখর ইসরায়েল। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আহ্বান উপেক্ষা করে রাজধানী তেল আবিব ও জেরুজালেমের রাস্তায় নামেন হাজারও ইসরায়েলি। খবর রয়টার্সের।

রাজধানীর দুইটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় সরকার বিরোধী স্লোগান দেন তারা। তখন জলকামান ও টিয়ার গ্যাস ছুড়ে আন্দোলন ছত্রভঙ্গ করে পুলিশ। ধরপাকড়ের শিকার হন কমপক্ষে ১৫ ইসরায়েলি।

আগামী সোমবারই বির্তকিত বিলটির ওপর পার্লামেন্টে ভোট দেবেন আইনপ্রণেতারা। সেটি ঠেকাতেই আরও ক্ষুব্ধ হয়ে উঠেছেন ইসরায়েলিরা। তাদের অভিযোগ, এর মাধ্যমে খর্ব হবে সর্বোচ্চ আদালতের সম্মাননা। নিয়োগ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারবেন না সুপ্রিম কোর্ট।

অবশ্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আশ্বাস, যৌক্তিক এই বিলপাসে সবার কল্যাণ হবে। শিগগিরই ঐক্য আসবে বলে জানান তিনি।

/এমএন

Exit mobile version