Site icon Jamuna Television

রুশ বাহিনীর বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে ইউক্রেন

রুশ বাহিনীর বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে ইউক্রেনীয় বাহিনী। বৃহস্পতিবার (২০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। খবর রয়টার্সের।

সম্প্রতি এসব বোমা কিয়েভকে সরবরাহ করে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি জানান, অত্যন্ত কার্যকরভাবে এসব বোমা ব্যবহৃত হচ্ছে। রুশ প্রতিরক্ষা ব্যবস্থায় এসব বোমার ব্যবহার বড় ধরনের প্রভাব ফেলছে বলেও জানান তিনি।

এর আগে, রাশিয়ার আপত্তি স্বত্ত্বেও ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এ ঘটনায় পাল্টা হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেন, এ ধরনের অস্ত্র রাশিয়ার কাছেও রয়েছে এবং প্রয়োজনে সেগুলো ব্যবহারও করা হবে। উল্লেখ্য, ক্লাস্টার বোমার ব্যবহার ১০০টিরও বেশি দেশে নিষিদ্ধ।

/এমএন

Exit mobile version