Site icon Jamuna Television

নড়াইলে সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মী নিহত

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে যুবলীগ কর্মী আজাদ শেখকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি পেড়লী গ্রামের সালাম শেখের ছেলে।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে ফেরার পথে আজাদ শেখের ওপর অতর্কিত হামলা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয় তাকে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজাদ যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার মৃত্যুর খবর শোনামাত্র প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ সুপার সাদিরা খাতুন জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে তিনি জানিয়েছেন।

/এএম

Exit mobile version