Site icon Jamuna Television

আসছে জানে তু ইয়া জানে নার সিক্যুয়াল! আবারও দেখা যাবে জিনেলিয়াকে?

২০০৮ সালে ইমরান খান ও জিনেলিয়া ডি’সুজার জানে তু ইয়া জানে না হয়তো অনেকেরই মনে আছে। পর্দায় এই দুই তারকার প্রেম কাহিনী বেশ উন্মাদনা তৈরি সৃষ্টি করেছিল তরুণদের মাঝে। তবে এবার শোনা যাচ্ছে ১৫ বছর পর ছবির সিক্যুয়াল বানাবেন পরিচালক। আর জিনেলিয়া বললেন, সিক্যুয়াল তৈরি করলে তিনি আবারও কাজ করতে চান।

প্রায় ১০ বছর লাইট-ক্যামেরা থেকে থেকে নিজেকে গুটিয়ে রাখার পর ক্যামেরার সামনে ফিরেছেন জিনেলিয়া। স্বামী রিতেশ দেশমুখের সাথে তাকে দেখা গেছে বেদ ছবিতে। তবে এবার মনে হচ্ছে লম্বা বিরতির পর আবারও কাজে মনোযোগ দিতে চান জিনেলয়া।

সম্প্রতি বলিউড সংবাদমাধ্যম পিঙ্ক ভিলাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে জিনেলিয়া বলেন, আমি সত্যি কৃতজ্ঞ যে ১৫ বছর পরও দর্শক আমাকে মনে রেখেছে। সিক্যুয়ালে কাজ করতে চান কিনা এমন প্রশ্নের জবাবে জিনেলিয়া বলেন, সুযোগ পেলে আমি সত্যি নিজেকে সৌভাগ্যবান করবো।

তিনি বলেন, সম্প্রতি ছবির পরিচালক আব্বাস টায়ারওয়ালার সাথেও দেখা করেছেন। এছাড়া দুই একবার আমির খানের অফিসেও গিয়েছেন।

এদিকে বর্তমানে আব্বাস তার নতুন ছবি ১-৮০০ লাভ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে কাজ করছেন জন আব্রাহামের মতো তারকা। ছবির কাজ শেষ করেই আব্বাস জানে তু ইয়া জানে না’র সিক্যুয়ালে মনযোগ দেবেন বলেও শোনা যাচ্ছে।

এটিএম/

Exit mobile version