Site icon Jamuna Television

কৃষ্ণ সাগরে জোরালো নৌ-মহড়া রাশিয়ার

কৃষ্ণ সাগরে জোরালো নৌ-মহড়া চালাচ্ছে রাশিয়া। শুক্রবার (২১ জুলাই) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্রাঞ্চলের একাংশ সিলগালা করতেই এ উদ্যোগ নিয়েছে মস্কো। খবর আল জাজিরার।

এর মাত্র একদিন আগেই ব্যস্ততম সমুদ্রপথটিকে জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করে মস্কো। চলতি সপ্তাহেই শেষ হয়েছে আলোচিত শস্যচুক্তি। শর্ত না মানায় সময়সীমা বৃদ্ধির প্রস্তাবে রাজি হয়নি পুতিন প্রশাসনও। সে কারণেই অঞ্চলটি দখলে রাখতে তারা শুরু করেছে সামরিক মহড়া। নৌ-মহড়ায় রণতরী থেকে ছোঁড়া হচ্ছে অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল।

কৃষ্ণ সাগর চুক্তি অনুসারে, অঞ্চলটি থেকে এশিয়ায় ৪৬ শতাংশ শস্য ও খাদ্যপণ্য সরবরাহ করা হতো। আফ্রিকায় যেতো ৪০ শতাংশ খাদ্যশস্য। রাশিয়া এ চুক্তির সময়সীমা বৃদ্ধি না করায় বিশ্বজুড়ে খাদ্যপণ্য সংকটের শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এসজেড/

Exit mobile version