Site icon Jamuna Television

নিউজিল্যান্ডে বন্দুকধারীর হামলার জেরে নিরাপত্তা জোরদার

নিউজিল্যান্ডে বন্দুকধারীর হামলায় দুই ব্যক্তি নিহতের জেরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। নারী ফুটবল বিশ্বকাপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ানো হয়েছে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাহিনীর নজরদারি। খবর এপির।

বন্দুক হামলার ঘটনাস্থলের কাছেই হোটেলে অবস্থান করছে কয়েকটি দল। ফলে এলাকাটিতে সার্বক্ষণিক পুলিশি টহল অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারের বন্দুক হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। দেশের নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই বলেও আশ্বাস দিয়েছেন এ নেতা।

এ ঘটনার জেরে ফের দেশটির অস্ত্র আইন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। উদ্বেগজনক ঘটনার মাঝেই খেলার উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে দেশটিতে। এতে অংশ নেন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।

এটিএম/

Exit mobile version