স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আলীপুর দক্ষিণ পাড়া বেপারী বাড়িতে বসতঘরের আগুনে পুড়ে সোহান (১০) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) বিকালে বেপারী বাড়ির দিনমজুর রবিউলের বসতঘরটি পুড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তার আগেই পুড়ে যায় দশ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী সোহান।
দিনমজুর রবিউল আলম জানান, পরিবারের সবাই দাওয়াত খেতে যাওয়ায় ঘরে একা ছিল সোহান। তার তিন ছেলের মধ্যে সোহান ছিল সবার ছোট।
শাহরাস্তি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলী আহমেদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইউএইচ/

