Site icon Jamuna Television

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ২ শিশু, একজনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পশ্চিম ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সোনাপট্টি গ্রামের রেহসান আলীর মেয়ে রেসমা খাতুন ও কটাপাড়ার গুমানির মেয়ে মোসলেমা খাতুন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

শিশু দুটির আত্মীয় মজিবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পশ্চিম ঘাটে পদ্মা নদীতে গোসলে যায় মামাতো ফুফাতো বোন রেসমা ও মোসলেমা। এ সময় নদীতে ডুবে মারা যায় দুই বোন। পরে স্থানীয়রা রেসমার মরদেহ উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছে মোসলেমা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক জানান, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মোসলেমার মরদেহের সন্ধানে রাজশাহীর ডুবুরি দল কাজ করছে।

ইউএইচ/

Exit mobile version