Site icon Jamuna Television

সেমিফাইনালে ভারতকে ২১১ রানে আটকে দিলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪৯.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে ভারত ‘এ’। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে টাইগারদের সামনে ২১২’র চেয়ে বেশি রানের টার্গেট দিতে পারেনি ভারত।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত ‘এ’ দল। তানজিম সাকিবের বলে আকবর আলির হাতে কট বিহাইন্ডের শিকার হয়ে সাই সুদর্শন ফেরেন ২১ রান করে। ৭৪ রানের মাথায় দ্বিতীয় আঘাত হানেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। অভিষেক শর্মা আউট হন ৩৪ রান করে। দলীয় ৭৮ রানের মাথায় তৃতীয় ব্যাটার নিকিনকে ফেরান অধিনায়ক সাইফ হাসান। এরপর রাকিবুলের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন নিশান্ত সিন্ধু।

অধিনায়ক ইয়াশ ধুলের ৬৬ রানের ইনিংস বাদে আর কেউ ব্যাট হাতে সাফল্য পায়নি। নিয়মিত বিরতিতে ভারতের উইকেটের পতন ঘটিয়ে গেছেন মেহেদী, তানজিম, রাকিবুলরা। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই ২১১ রানের মামুলি সংগ্রহ করে অলআউট হয় ভারত ‘এ’ দল।

টুর্নামেন্টের অপর সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৬০ রানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে ফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে আগামী রোববার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

/এম ই

Exit mobile version