ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে দর্শকদের মধ্যে মারামারি ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ জুলাই) বিকেলে মহেশপুরের আলমপুর ৪ নম্বর স্কুল মাঠে এ ঘটনা। বর্তমানে আহত দু’জন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মৃত হানিফ মন্ডলের চাচা সুমন হোসেন বলেন, শুক্রবার বিকেলে মহেশপুরের আলমপুর ৪ নম্বর স্কুল মাঠে ফুটবল খেলা হচ্ছিল। খেলা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন দর্শকদের দুটি পক্ষ। এরপর মারামারি ঘটনা ঘটে। ওই মারামারিতে মারা গেছে আমার ভাইপো হানিফ মন্ডল (৩০)। সে মহেশপুরের আলমপুর ৪ নম্বরের রফিকুল ইসলামের ছেলে।
আহত হলেন, ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৫), মোকবুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭), শফিকুল ইসলামের ছেলে মতিয়ার রহমান (৩৫)। মৃত হানিফ মন্ডল আলমপুর ৬ ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে। পারিবারিক জীবনে তিনি ২ সন্তানের জনক। বর্তমানে তার মৃতদেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারুনী পাশা বলেন, হানিফকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। এছাড়া আহত অবস্থায় পেয়েছি ৩ জনকে। এদের মধ্যে ২ জনকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনা শুনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলা গিয়ে দেখি ফুটবল খেলা নিয়ে মারামারিতে হানিফ নামে একজন মারা গেছেন। আহত হয়েছেন ৩ জন। আমরা মৃতদেহের সুরতহাল করেছি। ময়নাতদন্তের জন্যও পাঠাবো। তবে তাদের বাড়ি মহেশপুর থানায় হওয়ায় মামলা হবে ওই থানায়।
ইউএইচ/

