Site icon Jamuna Television

কনের দুলাভাইয়ের অনুমতি না নিয়ে নববধূকে গাড়িতে তোলায় সংঘর্ষ

ভোলা প্রতিনিধি:

ভোলায় বিয়ে শেষে কনের দুলাভাইয়ের অনুমতি না নিয়ে নববধূকে গাড়িতে তোলাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে ভোলা পৌর ২ নম্বর ওয়ার্ডের পাখির পুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বর পক্ষের মো. মহিউদ্দিন, রায়হান ও কনে পক্ষের মো. ইব্রাহীম। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দালাল বাড়ির মো. হোসেনের ছেলে মো. আলীর সাথে ভোলা পৌর ২ নম্বর ওয়ার্ডের পাখির পুল এলাকার মো. আবুল খায়েরের মেয়ে তামান্নার বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়েতে বর পক্ষের ৩০ জন বরযাত্রী কনের বাড়িতে যান। বিয়ে শেষে বর পক্ষের লোকজন খাওয়া-দাওয়া করে। বিকেল ৫টার দিকে বরের দুলাভাই বাচ্চু কনেকে বরের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাইক্রোবাসে উঠায়। এ সময় কনের দুলাভাই মো. কামাল হোসেন বিনা অনুমতিতে কনেকে মাইক্রোবাসে উঠানো নিয়ে ক্ষিপ্ত হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উভয় পক্ষে কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ইউএইচ/

Exit mobile version