Site icon Jamuna Television

‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী নূর মোহাম্মদ গ্রেফতার

ছবি: সংগৃহীত

কক্সবাজার টেকনাফ থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী হাফেজ নূর মোহাম্মদসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলা বারুদ জব্দ করা হয়।

শুক্রবার (২১ জুলাই) রাতে শামলাপুর ও বাহারছড়ার গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূর মোহাম্মদ মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সামরিক কমান্ডার। উখিয়া কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ‘আরসা’র সামরিক কমাণ্ডার হিসেবে কাজ করতেন তিনি। নূরের বিরুদ্ধে হত্যা, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী হাফেজ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারে শামলাপুর-বাহারছড়ার গহিন পাহাড়ি এলাকায় অভিযানে নেমে আরও ৫ জন ‘আরসা’ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

/এএম

Exit mobile version