Site icon Jamuna Television

বিচার বিভাগীয় সংস্কার বিল নিয়ে ফের বিক্ষোভে উত্তাল ইসরায়েল

বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভে এখনও উত্তাল ইসরায়েল। শুক্রবার (২১ জুলাই) রাজধানী তেল আবিব থেকে ৭০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয় হাজার হাজার মানুষ। ইসরায়েলের পতাকা হাতে গণতন্ত্রের দাবিতে শ্লোগান দেয় তারা। খবর বিবিসির।

এ দিন, জেরুজালেমের ১৮ কিলোমিটার দূরে শোরেশে রাজপথের পাশেই ক্যাম্প করে অবস্থান কর্মসূচি পালন করে অনেক বিক্ষোভকারী। শনিবার ইসরায়েলের পার্লামেন্টের সামনে বিক্ষোভের কর্মসূচিও পালন করে ক্ষুব্ধ ইসরায়েলিরা।

ইসরায়েলে বিচার বিভাগ সংস্কারে বিতর্কিত বিলটির ওপর পার্লামেন্টে ভোটাভুটি হবে সোমবার। তা ঠেকাতেই মরিয়া হয়ে উঠেছে বিক্ষুব্ধরা। বিল পাস হলে, পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সুপ্রিম কোর্টের ক্ষমতা কমবে। নিয়োগ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারবেন না সর্বোচ্চ আদালত। আর এটিকে গণতন্ত্রের ওপর বড়সড় আঘাত হিসেবে বিবেচনা করছে ইসরায়েলিরা।

এসজেড/

Exit mobile version