Site icon Jamuna Television

ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরীর অলিগলিতে স্প্রে বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক । ফাইল ফটো

সরকার ও সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিয়েছে। তবে অলিগলিতে স্প্রে কম হয়, সেটা বাড়ানো হবে। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২২ জুলাই) রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। জানান, মানুষ কর্মস্থলে গিয়ে বেশি আক্রান্ত হচ্ছে; কারণ আফিস, আদালত ও কারখানা এলাকায় স্প্রে তেমন হয় না। এই বিষয়ে সংশ্লিষ্টদের তৎপর হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। শিক্ষার্থীদের বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে মশা নিধনের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। একইসাথে ডেঙ্গু মোকাবেলায় সকলকে সচেতন হওয়ারও পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ১৫ গুণ বেশি বলেও জানান মন্ত্রী। তিনি জানান, মুগদায় এখন পর্যন্ত ৪৩ জন মারা গেছে; আর ভর্তি আছে ৫০০ এর বেশি। তাই যেসব হাসপাতালে বেড খালি আছে, রোগীদের সেসব জায়গায় যাওয়ার পরামর্শ দেন তিনি।

এটিএম/

Exit mobile version