Site icon Jamuna Television

হিরো আলমকে নিরাপত্তা দিতে না পারার কারণ জানালেন ডিএমপি কমিশনার

ছবি: ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয়বার যাওয়ায় ঢাকা ১৭ আসনের এমপি প্রার্থী হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা হামলা করে থাকতে পারে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (২২ জুলাই) সকালে রাজধানীর পলওয়েল সুপার মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির কাঁচা মরিচের চারা বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ঢাকা ১৭ আসনের নির্বাচনের দিন হিরো আলম কেন্দ্রের বাইরে দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথাও বলেন ডিএমপি কমিশনার।

তিনি আরও বলেন, প্রার্থীদের নিরাপত্তায় আগামীতে পুলিশ আরও সতর্ক অবস্থানে থাকবে। আগামীতে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের চ্যালেঞ্জ নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান খন্দকার গোলাম ফারুক।

এটিএম/

Exit mobile version