Site icon Jamuna Television

যশোরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আকিজ জুট মিলের পাশে দূর্গাপুর নামক এলাকায় ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসুদেব সুরের নওয়াপাড়া বাজার এলাকায় হানিফ কাউন্টারের পাশে হৃদয় টেলিকম নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। তিনি ফুলতলা দক্ষিণ ডিহি এলাকার মৃত বিজয় কৃষ্ণ সুরের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে নওয়াপাড়া ফাতেমা ক্লিনিকে ইসিজি করাতে যাওয়ার সময় দূর্গাপর এলাকায় রেললাইন পার হচ্ছিলেন বাসুদেব সুর। এ সময় হঠাৎ ঘটনাস্থলে বেনাপোল আন্তঃনগর একটি ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাসুদেব সুরের স্ত্রী দুই ছেলে এক কন্যা সন্তান রয়েছে।

যশোর রেলওয়ে থানার এসআই মিজানুর রহমান জানান, ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। আমাদের টিম তদন্তের কাজ করছে।

ইউএইচ/

Exit mobile version