Site icon Jamuna Television

এখন টেলিভিশনকে হারিয়ে বিজেসি ফুটবল টুর্নামেন্টের সেমিতে টিম যমুনা

এখন টেলিভিশনকে ২-১ গোলে হারিয়ে বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে যমুনা টেলিভিশন। রোববার টুর্নামেন্টের দুই সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

শনিবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ৫ম মিনিটেই অধিনায়ক শওকত মঞ্জুর শান্তর গোলে এগিয়ে যায় যমুনা টেলিভিশন।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সমতায় ফেরে এখন টেলিভিশন। খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে শফিক পাহাড়ির দূরপাল্লার শটে আবারও লিড নেয় যমুনা টেলিভিশন। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে যমুনা। দুর্দান্ত গোলে দলের জয় নিশ্চিত করে ম্যাচ সেরা হন শফিক।

এর আগে, গ্রুপ পর্বের ম্যাচে দেশ টিভি ও মাছরাঙা টেলিভিশনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় যমুনা টেলিভিশন। রোববার সকাল সাড়ে ন’টায় সেমিফাইনালে বাংলাভিশনের বিপক্ষে মাঠে নামবে যমুনা টেলিভিশন। একইদিন সকাল সাড়ে ১১টায় মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।

Exit mobile version