Site icon Jamuna Television

কানাডার এক অংশে দাবানল, অপরদিকে ভয়াবহ বন্যা

কানাডার এক অংশ যখন দাবানলের তীব্রতায় বিপর্যস্ত, তখন ভয়াবহ বন্যার কবলে আরেক অংশ। ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখলো নোভা স্কশিয়া। খবর রয়টার্সের।

প্রদেশটিতে গেলো ২৪ ঘণ্টার যে বৃষ্টি হয়েছে, তা তিনমাসের বৃষ্টিপাতের সমান। টানা ভারি বৃষ্টির কারণে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। পানিতে ডুবে আছে রাস্তাঘাট। গাড়ি তলিয়ে গিয়ে নিখোঁজ দুই শিশুসহ চার জন। ক্ষতিগ্রস্ত অনেক সেতু। বিদ্যুৎবিহীন ৮০ হাজারের বেশি বাড়িঘর। বিধ্বস্ত হয়েছে বহু বসতভিটা, স্থাপনা। আটলান্টিক অঞ্চলটির বেশ কয়েকটি এলাকায় জারি হয়েছে জরুরি অবস্থা। আবহাওয়া বিভাগ বলছে, রোববার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে পূর্বাঞ্চলে।

চলতি মাসের শুরু থেকেই বন্যার কবলে প্রতিবেশী যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই বাড়ছে এধরণের দুর্যোগ।

এটিএম/

Exit mobile version