Site icon Jamuna Television

পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ফের অগ্নিগর্ভ ইরাক

সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে আবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরাকে। শনিবার (২২ জুলাই) বাগদাদে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে জড়ো হয় হাজারো মানুষ। খবর আল জাজিরার।

শনিবার কড় নিরাপত্তার মধ্যে রাজধানীর কেন্দ্রে গ্রিন জোন এলাকার কাছাকাছি হাজির হয় আন্দোলনকারীরা। সুইডেনের দূতাবাসের সামনে যাওয়ার পরিকল্পনা থাকলেও সংযোগকারী ব্রিজটি আটকে দেয়ায় সামনে অগ্রসর হতে পারেনি তারা। এর আগে বাগদাদে ডেনমার্কের দূতাবাসের সামনে অনুষ্ঠিত হয় বিক্ষোভ।

গত সপ্তাহে সুইডেন ও ডেনমার্কে কোরআন পোড়ানোর কর্মসূচি নেয় বিতর্কিত দুই ব্যক্তি। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে মুসলিম বিশ্বে। প্রতিক্রিয়ায় সুইডিশ রাষ্ট্রদূতকে বহিস্কার করে ইরাক। শনিবারও দেশটির প্রভাবশালী নেতা মুকতাদার আল সদরের ডাকে গ্রিন জোনের পথে পদযাত্রায় অংশ নেয় শত শত মানুষ। গত কয়েক বছরে বেশ কয়েকবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা হয়েছে নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে।

এসজেড/

Exit mobile version