Site icon Jamuna Television

সুদানে দু’পক্ষের রকেট যুদ্ধে প্রাণ গেলো ১৬ বেসামরিক নাগরিকের

সুদানের সংঘাতপূর্ণ দারফুরে সেনাবাহিনী এবং আধা সামরিক বহর আরএসএফ এর রকেট যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১৬ বেসামরিক নাগরিক। রোববার (২৩ জুলাই) তথ্যটি নিশ্চিত করে দারফুর বার এসোসিয়েশন। খবর আল জাজিরার।

এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, গত তিনদিন ধরে এই হামলা-পাল্টা হামলা চলছে। নিহতদের তালিকায় রয়েছে গোটা একটি পরিবার। গোলাগুলি আর বোমাবর্ষণে আহত হয়েছেন অনেকে।

মূলত, নায়লা শহরকে টার্গেট করা হয়েছে এই হামলায়। সেটির নিয়ন্ত্রণ ঘিরে চলছে দু’পক্ষের সংঘাত। মৃত্যুঝুঁকিতে রয়েছে বহু মানুষ। প্রাণ বাঁচাতে অনেকেই প্রতিবেশী দেশ চাঁদে পালিয়ে যাচ্ছেন।

গত ১৫ এপ্রিল থেকেই সহিংসতায় উত্তাল আফ্রিকার দেশটি। রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে উভয়পক্ষ। ক্ষমতা দখলের লড়াইয়ে প্রাণ গেছে কমপক্ষে ৩ হাজার মানুষের। জাতিসংঘের হিসাবে, সংঘাতে ৩৩ লাখের মতো বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। তাদের বেশিরভাগই প্রতিবেশী দেশগুলোয় আশ্রিত।

এসজেড/

Exit mobile version