Site icon Jamuna Television

শাহজাহানপুরে যুবলীগ নেতা রুবেল হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার

ছবি: হত্যার শিকার যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেল

রাজধানীর শাহজাহানপুরে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেল হত্যা মামলার ৮ আসামিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

রোববার (২৩ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, রুবেল হত্যা মামলায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহার করা চাপাতি, মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মূল পরিকল্পনাকারী শাহজালাল ও হাবিব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটে। এ বিষয়ে নজরদারি বাড়িয়েছে ডিবি। রুবেলও এমন হত্যাকাণ্ডের শিকার কিনা তদন্ত করা হচ্ছে।

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের পর যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে কয়েকজন। রুবেলকে কুপিয়ে হত্যা করে তারা।

এটিএম/

Exit mobile version