Site icon Jamuna Television

ডেঙ্গু আক্রান্তদের মুগদায় ভিড় না করে ডিএনসিসি হাসপাতালে ভর্তির পরামর্শ মেয়র আতিকের

মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি।

ডেঙ্গু আক্রান্ত রোগীদের মুগদা হাসপাতালে ভিড় না করে মহাখালীর ঢাকা উত্তর সিটি করপোরেশন হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

রোববার (২৩ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও গণসংঙ্গীত শিল্পী ফকির আলমগীরের নামে সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকা উত্তর সিটির মেয়র।

আতিকুল ইসলাম বলেন, মশক নিধন কার্যক্রমে সিটি করপোরেশনের কর্মী বা কর্মকর্তার গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরিচ্ছনতা অভিযান পরিচালনা করে উত্তর সিটি করপোরেশন ১ কোটি ১৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে।

উল্লেখ্য, খিলগাঁও চৌধুরী পাড়ার ৬ নম্বর সড়কটি প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফকির আলমগীরের শেষ ইচ্ছা অনুযায়ী তার নামে নামকরণ করা হয় উত্তর সিটির পক্ষ থেকে।

/এমএন

Exit mobile version