Site icon Jamuna Television

ভারতের গুজরাটে আকস্মিক বন্যায় নিহত ৩

ভারতের গুজরাটে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়ি, আবাসিক ভবন, ভেসে গেছে বেশ কয়েকটি গবাদী পশুও। খবর এনডিটিভির।

শনিবার (২২ জুলাই) ভারী বৃষ্টির কারণে নদী ও বাঁধের পানি বেড়ে সৃষ্টি হয় এ আকস্মিক বন্যার। এরই মধ্যে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে, ডুবে গেছে বেশ কিছু রাস্তাঘাটও।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নভসারি এবং জুনাগড় এলাকা। ‌আকস্মিক বন্যার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তীব্র স্রোতের মধ্যে বেশ কয়েকজন নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন।

আবহাওয়া অফিস বলছে, আগামী ৩-৪ দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এসজেড/

Exit mobile version