Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় চলছে ১৩ দেশের সামরিক মহড়া

অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ডে চলছে ১৩ দেশের নজরকাড়া সামরিক মহড়া। শনিবার (২২ জুলাই) থেকে শুরু হওয়া পেশিশক্তি প্রদর্শনীতে যোগ দিয়েছেন ৩০ হাজারের বেশি সেনা সদস্য। খবর ডয়েচে ভেলের।

‘টালিসম্যান সাবরে’ নামের এই মহড়া ২০০৫ সালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়। চলতি বছর এর পরিধি বাড়ানো হয়েছে।

মার্কিন নৌ-মন্ত্রী কার্লোস দেল তোরো জানিয়েছেন, চীনকে হুঁশিয়ারি বার্তা পৌঁছানোর জন্যেই এ মহড়ার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দেশটি বুঝতে পারবে, অঞ্চলটিতে কতোটা শক্তিশালী অবস্থানে মার্কিন মিত্ররা। আগামী ৪ আগস্ট শেষ হবে এই সামরিক মহড়া।

এসজেড/

Exit mobile version