Site icon Jamuna Television

যোগ্য শিক্ষক তৈরি করতে না পারা নতুন কারিকুলামের চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

নতুন কারিকুলামে চ্যালেঞ্জ হলো যোগ্য শিক্ষক তৈরি না করতে পারা, এ কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বললেন, নতুন কারিকুলাম নিয়ে চিন্তিত হবার কিছু নেই, ধৈর্য ধরুন।

রোববার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সস্টিটিউটে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি। এ সময় অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আপনার সন্তান শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরলে তাকে নম্বরের কথা জিজ্ঞেস না করে নতুন কি শিখেছে, তা প্রশ্ন করুন।

দীপু মনি বলেন, কোচিং বাণিজ্য হারানোর ভয়ে কিছু কিছু শিক্ষক নতুন কারিকুলাম নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। শুধু চাকরি নয়, আগামীদিনের নতুন প্রেক্ষাপটের কর্মজীবনের সাথে তাল মেলাতে নতুন কারিকুলাম তৈরি করা হয়েছে। সরকার মানবিক, প্রযুক্তিনির্ভর দক্ষ স্মার্ট নাগরিক গড়ে তুলতে কাজ করছে।

/এমএন

Exit mobile version