Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

২০১৮ সালে সুমাত্রা দ্বীপের টোবা হ্রদে একটি ফেরি ডুবে ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ছবি: রয়টার্স।

ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপের কাছে ফেরি ডুবে যাওয়ায় প্রাণ হারালেন কমপক্ষে ১৫ জন। এখনও নিখোঁজ ১৯ আরোহী। সোমবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধার বিভাগ। খবর ।

এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা গেছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ফেরিতে ছিলেন কমপক্ষে ৪০ জন আরোহী। ভোর চারটা নাগাদ ফেরিটি দুর্ঘটনার শিকার হয়। তবে, সঠিক কারণ এখনও অস্পষ্ট।

এদিকে, নিখোঁজদের সন্ধানে চলছে জোরালো তল্লাশি। দক্ষ ডুবুরিদের দুইটি দল অভিযান চালাচ্ছে। ১৭ হাজার ছোট দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া। সেখানে নৌকা বা ফেরি যোগাযোগের অন্যতম যানবাহন।

/এমএন

Exit mobile version