স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:
নরসিংদীতে সাড়ে তিন হাজার পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৩ জুলাই) রাতে ও সোমবার (২৪ জুলাই) সকালে সদর থানার জেলখানা মোড় ও শিবপুর থানার ইটাখোলা মোড়ে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার তরোয়া জেলখানা মোড় এলাকায় মোটরসাইকেলসহ আবুল বাশারকে (৪৮) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ।
অন্যদিকে, শিবপুর মডেল থানার মুনসেফেরচর ইটাখোলা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ির ড্রাইভার আলামিন মিয়াকে (২৪) আটক করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
/এএআর

