Site icon Jamuna Television

হারমানপ্রীত কৌরকে আচরণ শোধরানোর পরামর্শ আঞ্জুম চোপড়ার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সিরিজ শেষ হলেও থামছেনা ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরকে নিয়ে সমালোচনা। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টিতে সিরিজে ২-১ এ ব্যবধানে বাংলাদেশকে হারালেও ওয়ানডে সিরিজে ১-১ আসে সমতা। দারুন নাটকীয়তায় সিরিজের শেষ ম্যাচ টাই হওয়াতে সিরিজ জিততে পারেনি কোনো দল।

তবে এই ম্যাচে আউট হওয়ার পর ব্যাট দিয়ে স্টাম্প ভাঙা আর ম্যাচ পরবর্তী সময়ে আম্পায়ারিং নিয়ে করা মন্তব্যের পর ক্রিকেট বিশ্বে বিরূপ আচরণ নিয়ে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। এবার হারমানপ্রীতকে নিজের এই আচরণের জন্য সতর্ক করলেন প্রাক্তন ভারত অধিনায়ক অঞ্জুম চোপড়া।

আঞ্জুম চোপড়া বলেন, ঐ মুহূর্তে হারমান আগ্রাসন দেখিয়ে ফেলেছে। আমার ধারণা আগ্রাসন চলে গেলে এবং সে শান্ত হলে পিছনে ফিরে তাকাবে এবং সম্মত হবে যে তার মতানৈক্য দেখানোর ক্ষেত্রে তাকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। অসন্তুষ্টি প্রকাশে কোনও ক্ষতি নেই, তবে সে কীভাবে এবং কখন এটি করবে সেটাই প্রশ্ন। তাকে শব্দ চয়নের ক্ষেত্রেও সতর্ক হওয়া উচিত ছিল।

হারমানকে নিজের আচরণ বদলানোর পরামর্শ দেন আঞ্জুম। পাশাপাশি এই সিরিজে স্নিকোমিটার বা হক আই প্রযুক্তি না থাকায় আম্পায়ারিংটা কঠিন ছিল বলে মন্তব্য করেছেন তিনি।

আঞ্জুম চোপড়া আরও বলেন, এই সিরিজে কোনও স্নিকোমিটার বা বল-ট্র্যাকিং ছিল না, ফলে সিদ্ধান্ত নেয়াও একটু কঠিন। কিন্তু যদি ভারতীয় দল অনুভব করে যে কয়েকটি সিদ্ধান্ত তাদের সঙ্গে যায়নি, তাহলে সেইগুলি কি আরও ভালোভাবে প্রকাশ করা যেতোনা? কেনো ভারতীয় অধিনায়ক ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় গিয়ে বিরক্তি প্রকাশ করলেন? পরিস্থিতি কীভাবে এই পর্যন্ত গড়ালো?

বাংলাদেশ সফরে ভারতীয় দলের পারফমেন্স নিয়েও প্রশ্ন তোলেন আঞ্জুম চোপড়া। এদিকে এক টুইট বার্তায় বাংলাদেশের বিরুদ্ধে জঘন্য আচরণ করায় হারমানপ্রীতের কঠোর শাস্তি দাবি করেছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার মদন লাল।

/আরআইএম

Exit mobile version