Site icon Jamuna Television

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন ভারতের অধিনায়ক

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ও ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

গত শনিবার (২২ জুলাই) ওই ম্যাচে আউট হবার পর ব্যাট দিয়ে স্ট্যাম্প ভাঙা ও আম্পায়ারিংয়ের সমালোচনা করায় হারমানপ্রীতকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই কারণে ৪টি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের সাথে।

জানা গেছে, ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ও ৩টি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙায়। বাকি ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে আম্পায়ারিংয়ের সমালোচনা করায়।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, দুই বছরের মধ্যে কোনো খেলোয়াড় ৪টি ডিমেরিট পয়েন্ট পেলে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হবে। ফলে, পরবর্তী একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন অভিযুক্ত খেলোয়াড়। অর্থাৎ এ বছরের সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের দুটি ম্যাচে নিয়মিত অধিনায়ক হারমানপ্রীতকে ছাড়াই খেলতে হবে ভারতকে।

এর আগে, গত শনিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে দুটি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরের বিরুদ্ধে। প্রথমে আউট হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন তিনি, এরপর আম্পায়ারকে কিছু একটা বলতে বলতে ছেড়ে যান মাঠ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওই ম্যাচের আম্পায়ারিংকে ‘প্যাথেটিক’ বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশ সফরে আসার আগে বাজে আম্পায়ারিং সামলানোর প্রস্তুতি নিয়ে আসবেন বলেও মন্তব্য করেন হারমানপ্রীত। যা আইসিসির আচরণবিধির লেভেল–২ পর্যায়ের অপরাধ। এছাড়া, ম্যাচের পর বাংলাদেশ নারী ক্রিকেটারদের সাথেও তার আচরণ ছিল দৃষ্টিকটু।

উল্লেখ্য, হারমানপ্রীতের আগে কোনো নারী ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেটে এ পর্যায়ের অপরাধ করেননি।

/এসএইচ

Exit mobile version