মাতাল হয়ে বেপরোয়া গাড়ি চালানো এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান পদত্যাগ করেছেন। স্থানীয় সময় রোববার (২৩ জুলাই) রাতে ওয়েলিংটনে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত চার মাসে প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সের মন্ত্রিসভার চারজন মন্ত্রী পদত্যাগ করেছেন। খবর বিবিসির।
গণমাধ্যমটি জানায়, মাতাল হয়ে বেপরোয়া গাড়ি চালানো সময় কিরি অ্যালানের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এ দুর্ঘটনার সঙ্গে মন্ত্রীর সংশ্লিষ্টতা থাকায় তাকে হেফাজতে নেয় পুলিশ। গ্রেফতারের পর মন্ত্রীকে মুক্তি দেয়ার আগে চার ঘণ্টা থানায় আটকে রাখা হয়েছিল। তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং পুলিশের কাজে বাধা দেয়ায় অভিযোগ আনা হয়েছে। পরবর্তী তারিখে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। গ্রেফতার হওয়ার পর সোমবার (২৪ জুলাই) তিনি পদত্যাগ করেন।
অ্যালান সম্পর্কে প্রধানমন্ত্রী হিপকিন্স বলেন, তিনি চরম মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। তিনি আপাতত সংসদ সদস্য হিসেবে থাকবেন। তিনি বলেন, অ্যালান বুঝতে পেরেছিলেন মন্ত্রীত্ব ধরের রাখার মতো অবস্থা নেই তার। বিশেষ করে একজন বিচারমন্ত্রীর জন্য ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত হওয়া কঠিন বিষয়।
এর আগে, পরিবহন ও অভিবাসন মন্ত্রী মাইকেল উড জুনে স্টক মালিকানা নিয়ে এক দ্বন্দ্বে পদত্যাগ করেছিলেন। এক মাস আগে শুল্ক মন্ত্রী মেকা হোয়াইতিরি অন্য দলে যোগ দেয়ার জন্য পক্ষ পরিবর্তন করেছিলেন। এ ছাড়া দলের গোপনীয়তা ভঙ্গের অভিযোগে গত মার্চে পুলিশ মন্ত্রী স্টুয়ার্ট ন্যাশকে বরখাস্ত করা হয়েছিল।
এএআর/

