Site icon Jamuna Television

ছাত্রদলের সাবেক ১১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

চার বছরের বেশি সময় পর ১১ সাবেক ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

সোমবার (২৪ জুলাই) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন, ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, মামুন বিল্লাহ, জয়দেব জয়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ আরেফিন, সাবেক সহসাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার, সাবেক সহসাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, আব্দুল মালেক, সাবেক সদস্য আজিজুল হক পাটোয়ারী আজিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ২২ জুন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক এই নেতৃবৃন্দকে বহিষ্কার করা হয়েছিল। উক্ত বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য উল্লিখিত নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

/এম ই

Exit mobile version