পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আবারও জারি হলো জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা।
সোমবার (২৪ জুলাই) নির্বাচন কমিশনের বিধি অবমাননার অভিযোগে জারি হয় এই ওয়ারেন্ট। খবর রয়টার্সের।
নির্বাচকমণ্ডলীকে উদ্দেশ্য করে উদ্ধত ও অবজ্ঞাপূর্ণ মন্তব্যের অভিযোগ তোলা হয় তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরানের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করে মঙ্গলবার (২৫ জুলাই) নির্বাচন কমিশনের সামনে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে ইসলামাবাদ পুলিশের আইজিকে।
সোমবার লাহোরে ইমরান খানের বাড়িতে পৌঁছে দেয়া হয় ওয়ারেন্টের নির্দেশ।
ইউটিউবে এক ভিডিওবার্তায় সমর্থকদের উদ্দেশে পিটিআই নেতা বলেন, জেলে যেতে প্রস্তুত আছেন তিনি। একই দিন একটি হত্যা মামলায় তাকে জামিন দেয় সর্বোচ্চ আদালত।
প্রসঙ্গত, গত মে মাসে দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী এ অধিনায়ক। দেশজুড়ে তীব্র বিক্ষোভ ছড়ায়। পরে মুক্তি পান জামিনে। হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ দেড় শতাধিক মামলা ঝুলছে ইমরানের বিরুদ্ধে।
/এএম

