Site icon Jamuna Television

রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র

রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। মস্কোয় ড্রোন হামলা নিয়ে প্রশ্নের জবাবে সোমবার (২৪ জুলাই) এ কথা জানান হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জ্যঁ পিয়েরে। তবে মস্কো নিজেই এ পরিস্থিতির জন্য দায়ী বলে উল্লেখ করেন তিনি। খবর রয়টার্সের।

ক্যারিন জ্যঁ পিয়েরে বলেন, মস্কোয় কিয়েভের ড্রোন হামলা ইস্যুতে আমরা অবস্থান স্পষ্ট করেছি যে, যুক্তরাষ্ট্র এটা সমর্থন করে না। আবার এটাও সত্যি যে ক্রাইমিয়া ইউক্রেনের অংশ। তাই যুদ্ধ প্রসঙ্গে বলা যায়, রাশিয়াই এটা শুরু করেছে। তারাই পারে যেকোনো সময় শেষ করতে। ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার করে নিলেই শেষ হবে সংকট।

/এমএন

Exit mobile version