Site icon Jamuna Television

আলজেরিয়ায় তীব্র দাবানলে সৈন্যসহ ৩৪ জনের মৃত্যু, পুড়েছে মাইলের পর মাইল

আলজেরিয়ায় চলমান দাবানলে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

জানায়, ১৬ প্রদেশের ৯৭টি স্থানে জ্বলছে আগুন। সরিয়ে নেয়া হয়েছে দেড় হাজারের বেশি মানুষকে। পুড়ে গেছে মাইলের পর মাইল বনভূমি, কৃষিজমি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৮ হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী। অভিযানে বেজাইয়া অঞ্চলে প্রাণ গেছে ১০ সেনার। উপকূলীয় অঞ্চলে বেশ কয়েকটি আবাসিক এলাকায়ও ছড়িয়েছে আগুন।

দাবানলের উৎস ও কারণ জানতে শুরু হয়েছে বিচার বিভাগীয় তদন্ত। আগুনের প্রভাবে বেড়েছে তাপমাত্রাও। আলজেরিয়ার উত্তরাঞ্চলে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে তাপমাত্রা। চলতি মাসের শেষ পর্যন্ত অতিরিক্ত গরম থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

/এমএন

Exit mobile version