এফএও’র সদর দফতরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন

|

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দফতরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেছেন, বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দফতরের ভেতরে এক খণ্ড বাংলাদেশ পেয়েছে।

সোমবার (২৫ জুলাই) স্থানীয় সময় বিকেলে ইতালির রোমে জাতিসংঘের এফএও এর সদর দফতরে ডি-ভবনের দ্বিতীয় তলায় কক্ষটির উদ্বোধন করা হয়। কক্ষটি প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য এফএও মহাপরিচালক ও তার দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা।
শেখ হাসিনা বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদস্য হয়। এ সময় বাংলাদেশ ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মধ্যকার অংশীদারিত্বের ৫০ বছরের কথা উল্লেখ করেন তিনি।

সরকার প্রধান বলেন, ক্ষুধা ও অপুষ্টি মোকাবেলায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। খাদ্য নিরাপত্তা ও টেকসই অগ্রাধিকার দেয়ার ক্ষেত্রে সারা বিশ্ব বাংলাদেশের উদাহরণ থেকে অনুপ্রেরণা নেবে।

বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষে প্রদর্শিত বাংলাদেশের অর্জনগুলো আন্তর্জাতিক প্রতিনিধিদের দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কক্ষটি প্রতিষ্ঠা করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply