ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১-০’তে টেস্ট সিরিজ জয় করেছে ভারত। বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনের এক বলও মাঠে না গড়ালে ড্র হয়েছে টেস্ট। প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানের ব্যবধানে জিতেছিল ভারত। তবে সিরিজ জিতলেও আক্ষেপ করার কথা ভারতের। কারণ, সিরিজটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন হওয়ায় পয়েন্ট খোয়ানোর আক্ষেপ থাকাটাই স্বাভাবিক রোহিত শর্মার দলের জন্য।
ঠিক যেন অ্যাশেজের চতুর্থ টেস্টের পুনরাবৃত্তি পোর্ট অব স্পেনে দেখলো ক্রিকেট বিশ্ব। এবার বৃষ্টির জন্য খেলা বাতিল হলো ক্যারিবিয়ান অঞ্চলে। পোর্ট অব স্পেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনে মাঠে গড়ায়নি কোন বল। বৃষ্টির তোপে খেলা বন্ধ করতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। আর তাতেই সিরিজ জয় নিশ্চিত করেছে রোহিত শর্মারা। শেষ টেস্ট ড্র হলেও ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। এটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের টানা পঞ্চম সিরিজ জয়।
ভিরাট কোহলির সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৩৮ রান করে ভারত। জবাবে মোহাম্মদ সিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ২৫৫ রানে। ১৮৩ রানে এগিয়ে থাকা ভারত এরপর দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিবীয়দের ৩৬৫ রানের লক্ষ্য দেয়। স্বাগতিকেরা ২ উইকেটে ৭৬ রান তুলে চতুর্থ দিন শেষ করে।
প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট নিয়ে এই ম্যাচের সেরা হয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। আর পুরো সিরিজে বল হাতে ১৫ উইকেট শিকারের সুবাদে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
/এম ই

