Site icon Jamuna Television

ক্লান্তির কারণে টরেন্টো ওপেন খেলবেন না জোকোভিচ

ছবি: সংগৃহীত

টরেন্টো ওপেন থেকে নিজের নাম তুলে নিয়েছেন নোভাক জোকোভিচ। ক্লান্তিকেই প্রাথমিক কারণ হিসেবে দেখিয়ে সার্বিয়ান এই তারকা নিজেই দিয়েছেন এই ঘোষণা। বিবিসির খবর।

কিছুদিন আগেই উইম্বলডন ফাইনালে কঠিন লড়াইয়ে জোকোভিচ হেরেছেন কার্লোস আলকারাজের কাছে। আগস্ট মাসের শেষের দিকে শুরু হবে ইউএস ওপেন। সেই প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি রাখতে হবে। তাই বাড়তি বিশ্রাম নিতেই হয়তো টরেন্টো মাস্টার্স থেকে নাম তুলে নিলেন জোকোভিচ। ৩৬ বছর বয়সী এই তারকাকে উইম্বলডন ফাইনালে প্রায় পাঁচ ঘণ্টার কাছাকাছি লড়তে হয়েছে। তার আগেও দু’টি ম্যাচ গড়িয়েছে চার সেটে। এ কারণেই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোকোভিচ। তাছাড়া ইউএস ওপেনে তিনি ট্রফি জেতার জন্য মরিয়া।

জোকোভিচ এ প্রসঙ্গে বলেন, কানাডায় খেলতে আমি সব সময়ই খুব পছন্দ করি। তবে আমার টিমের সাথে কথা বলে মনে হয়েছে, এটাই সঠিক সিদ্ধান্ত। টুর্নামেন্টের পরিচালক কার্ল হ্যালেকে ধন্যবাদ জানাই যে, তিনি আমার সিদ্ধান্তটি অনুধাবন করেছেন।

/এম ই

Exit mobile version