Site icon Jamuna Television

ফরিদপুরে বন্ধুর বোনকে রক্ত দিতে বের হয়ে খুন হলো যুবক

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে বন্ধুর বোনকে রক্ত দিতে রাতে বাসা থেকে বের হয়ে খুন হয়েছে প্রান্ত মিত্র (২৩) নামের এক যুবক। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

মঙ্গলবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৬ টার দিকে ফরিদপুর শহরের আলীপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। প্রান্ত মিত্র শহরের ওয়ারলেস পাড়ায় পিতা মাতার সাথে বসবাস করতেন। তার পিতার নাম বিকাশ মিত্র।

তার পরিবার জানায়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে বন্ধু হৃদয় তাকে ফোন দিয়ে বলে, তার বোনের জন্য রক্ত লাগবে। রক্ত দিতে প্রান্ত ওই সময়ই বাসা থেকে বের হয়। ভোর নাগাদ প্রান্ত বাসায় না ফেরায় এবং ফোন বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়ে যায় পরিবারের সদস্যরা। সকালে খবর শুনে আলীপুর ব্রীজের কাছে ছুটে আসে তারা।

কোতোয়ালি থানা পুলিশের এসআই মো. শামিম হোসেন জানান, ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আলীপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ থানায় রাখা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

/এএম

Exit mobile version