
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ দুই জনকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে এ বিষয়ে আবেদনের শুনানি করে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ আদেশ দেন। মামলায় চার জনের মধ্যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ও বাবুল আক্তারের ছোট ভাই হাবীবুর রহমান লাবুর বিরুদ্ধে প্রতিবেদন আমলে নেয় আদালত। আর বাবুল আক্তার ও তার পিতা আবদুল ওয়াদুদকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পিবিআই প্রধান রাজধানীর ধানমন্ডি থানায় এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, বাবুল আক্তারসহ অন্য আসামিরা মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করেন। এরই অংশ হিসেবে ইলিয়াস হোসেনকে দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচার করা হয়। ভিডিওতে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়।
/এমএন



Leave a reply