
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নাহিদ আহমেদ (২৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় প্রাইভেট কার চালকসহ ৩ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে জেলার গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ একটি ওষুধ কোম্পানির নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রতিনিধি।
ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম জানান, বাসটি পেছন থেকে মোটর সাইকেলকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এর পর বেপরোয়া বাসটি আরেকটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে প্রাইভেটকার চালক ও ২ যাত্রী আহত হয়। হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আটকের চেষ্টা চালাচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
আহতরা হলেন, প্রাইভেটকার চালক দেলোয়ার হোসেন (৩০), যাত্রী আব্দুর রব (৭০) ও তার স্ত্রী বিলকিস বেগম (৬১)।
/এএম



Leave a reply