Site icon Jamuna Television

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৩ ফিলিস্তিনি

দখলকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারালেন কমপক্ষে ৩ ফিলিস্তিনি। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে চালানো হয় এ অভিযান। খবর হেরিটেজের।

এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, নাবলুসের একটি তল্লাশি চৌকি লক্ষ্য করে গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুঁড়ছিল একদল ‘আততায়ী’। তাদের দমনে ছোঁড়া হয় পাল্টা গুলি। ঘটনাস্থলেই ৩ হামলাকারীর মৃত্যু হয়। ইসরায়েলের আর্মি রেডিওতেও দেয়া হয় একই তথ্য।

এরই মধ্যে জব্দ করা হয়েছে গাড়িটি। সেখান থেকে উদ্ধার করা হয় তিনটি এম-সিক্সটিন রাইফেলসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তরফ থেকে এখনও নিহতদের নাম-পরিচয় জানানো হয়নি। চলতি মাসেই, দু’দশকের মধ্যে জেনিন ক্যাম্পে সবচেয়ে বর্বর অভিযান চালায় ইসরায়েলি সেনাবহর। যাতে প্রাণ যায় শিশুসহ ১২ ফিলিস্তিনির।

এসজেড/

Exit mobile version