
জাপান সাগরে শেষ হলো চীন-রাশিয়ার ৪ দিনের যৌথ সামরিক মহড়া। সোমবার (২৪ জুলাই) শক্তিমত্তা প্রদর্শনের ইতি টানে দুই পরাক্রমশালী রাষ্ট্র। খবর ভয়েজ অব আমেরিকার।
‘নর্দান ইন্টারেকশন- টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি’ নামের এই মহড়া দু’দেশের বার্ষিক সামরিক অনুশীলন। এর মাধ্যমে, দুই বাহিনীর কৌশলগত সমন্বয়, যৌথ কর্মদক্ষতা এবং আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।
শুধু ভূখণ্ডেই নয়, আকাশ এবং সাগরেও নিজেদের যোগ্যতা জাহির করে দেশ দুটির সেনা সদস্যরা। সেখানে ছিল সাবমেরিনের সক্ষমতা যাচাইয়ের কৌশলও। যৌথ মহড়ার এবারের প্রতিপাদ্য ছিল ‘কৌশলগত সমুদ্রাঞ্চলের নিরাপত্তা বজায়’।
এসজেড/



Leave a reply