
পারস্য উপসাগরে পেশিশক্তির প্রদর্শন করছে ইরানের বিমান বাহিনী। দেশটির গণমাধ্যম বলছে, এয়ারফোর্সের ১১টি দল অংশ নিয়েছে নজরকাড়া এই মহড়ায়। খবর টাইমস অব ইসরায়েলের।
‘ফিদায়ি ভেলায়েত-ইলেভেন’ বা ‘সর্বোচ্চ নেতার ১১ সেবক’ নামে চলছে এই শক্তিমত্তা প্রদর্শন। গণমাধ্যমের তথ্য অনুসারে, তাতে অংশ নিয়েছে ৯০টির বেশি ফাইটার প্লেন, বোমারু বিমান এবং ড্রোন।
সঠিক অবস্থান নিশ্চিত না হওয়া গেলেও, হরমুজ প্রণালীর ‘বন্দর আব্বাস’ ঘাঁটিতে যুদ্ধবিমানের তৎপরতা লক্ষ্য করা গেছে। গত সপ্তাহেই পারস্য উপসাগরে রুটিন মহড়ার অজুহাতে প্রবেশ করে মার্কিন যুদ্ধবিমান। তারই পাল্টা জবাব দিতে এই তোড়জোড়।
এসজেড/



Leave a reply