Site icon Jamuna Television

লঙ্কান লিগে ডাক পেলেন শরিফুল

ছবি: সংগৃহীত

তাওহিদ হৃদয় ও তাসকিন আহমেদের পর এবার লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেয়েছেন শরিফুল ইসলাম। এ নিয়ে বাংলাদেশ থেকে পঞ্চম খেলোয়াড় হিসেবে এলপিএল খেলার প্রস্তাব পেলেন এই বাঁহাতি পেসার।

শরিফুলকে দলে ভেড়াতে চায় কলম্বো স্ট্রাইকার্স। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় আছেন তিনি। ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র দিলেই শ্রীলঙ্কায় উড়াল দেবেন শরিফুল।

এর আগে, সাকিব আল হাসান এবং মোহাম্মদ মিঠুনকে দলে টেনেছে দুইবারের রানারআপ গল টাইটান্স। সোমবার (২৪ জুলাই) দুপুরে প্রথম এলপিএলে নিজের ডাক পাওয়ার বিষয়ে বোর্ডকে জানান তাসকিন আহমেদ। এরপরেই বিকেলে জানা যায়, বর্তমান চ্যাম্পিয়ন জাফনার রাডারে আছেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। সবশেষ শরিফুলকে দলে নিতে আগ্রহী টুর্নামেন্টের বর্তমান রানারআপ কলম্বো স্ট্রাইকার্স। আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল’র এবারের আসর।

/এম ই

Exit mobile version