Site icon Jamuna Television

বিশৃঙ্খলা ঠেকাতে সমাবেশের ডাক: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশৃঙ্খলা ঠেকাতে বিএনপির সমাবেশের দিনে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সমাবেশের ডাক দিয়েছে। বিএনপি আগে সমাবেশের নামে বিশৃঙ্খলা করেছে। এ জন্য জনগণের জানমালের নিরাপত্তায় মাঠে থাকছে ছাত্রলীগ ও যুবলীগ।

মঙ্গলবার (২৫ জুলাই) সচিবালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আরও বলেন, বিএনপি সমাবেশ ডাকলে একইদিনে অন্য কোনো সংগঠন সমাবেশ করতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। সরকার কোনো সংঘাত চায় না। চায় বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করুক।

হাছান মাহমুদ বলেন, দেশে কোনো রাজনৈতিক সংকট নেই, বিএনপি সংকট তৈরির চেষ্টা করছে। দলটি যদি নির্বাচনে না আসে, তাহলে অনেক নেতাকর্মী তাদের ছেড়ে চলে যাবে।

জামায়াতের ১ আগস্টের বিক্ষোভ সমাবেশ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেছেন, যেকোনো দল রাজনৈতিক কর্মসূচি করতে পারে। তবে সেটা যদি বিএনপির সাথে মিলে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য হয়, তাহলে সরকার কঠোর ব্যাবস্থা নেবে।

/এমএন

Exit mobile version