
বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকা সফররত ইইউ’র মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোরের সাথে বৈঠক শেষে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইমোন গিলমোর। এরপর শাহরিয়ার আলম আরও বলেন, সব দলকে নির্বাচনে নিয়ে আসার ব্যাপারে তার সাথে কথা হয়নি। বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে ইইউর স্বচ্ছ ধারণা আছে, এর ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নেবে নির্বাচন পর্যবেক্ষণের ব্যাপারে।
শাহরিয়ার আলম জানান, জিএসপি সুবিধা ২০২৯ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। পরে ডিউটি ফ্রি সুবিধায় কীভাবে ইউরোপে পাওয়া যেতে পারে সেজন্য প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে।
/এমএন



Leave a reply