Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৮ জনের মৃত্যু

মুগদা, ঢাকা মেডিকেল, বারডেম ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৮ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৩ জন মুগদা, ঢাকা মেডিকেলে ৩, কুর্মিটোলায় ১ এবং বারডেমে আট মাসের অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা মারা গেছেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

একদিনে ওই হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১৬৬ জন। সব মিলিয়ে মুগদা হাসপাতালে এখন ডেঙ্গু রোগীর সংখ্যা ৬০২; যাদের ১৩১ জনই শিশু। সরকারি হিসেবে জুলাই মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৭ হাজারেরও বেশি রোগী। এর মাঝে ২১ হাজার শুধু রাজধানীতেই। বাস্তবে রোগীর সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা দেয়া চিকিৎসকরা জানান, এবার দ্রুত অবনতি হচ্ছে রোগীদের অবস্থার। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল এখন ডেঙ্গুর জন্যও ডেডিকেটেড। সেখানে সব মিলিয়ে ডেঙ্গু রোগী ভর্তি ২৯০ জন। গেলো ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৭১ রোগী, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ জন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ৪২৬ জন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এ সংখ্যা ১৬৭।

/এম ই

Exit mobile version